চেম্বার বিচারপতির স্থগিতাদেশের কারণে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি পিছিয়ে গেলো
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হলো না।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
দিনের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কসাই কাদের নামে চিহ্নিত এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করার কথা ছিল। এ জন্যে নেয়া হয়েছিল সার্বিক প্রস্তুতি; কিন্তু রাত সাড়ে ১০টার দিকে আব্দুল কাদের মোল্লার আইনজীবীরা জানান, চেম্বার বিচারপতি ফাঁসি স্থগিত করেছেন।
এই খবরটি প্রচারিত হওয়া মাত্র গোটা দেশ প্রচণ্ড ঝাঁকুনি খায়। স্তম্ভিত হয়ে যায় পুরো জাতি। কারণ এমন সংবাদের জন্যে কোন প্রকারের মানসিক প্রস্তুতি কারো ছিল না। বরং ১৬ কোটি বাঙালি অধীর আগ্রহে ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন।
আব্দুল কাদের মোল্লার জন্যে ফাঁসির মঞ্চ ছিল পুরোপুরি প্রস্তুত। সন্ধ্যা থেকেই সাংবাদিকরা অবস্থান নেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। বিভিন্ন বেসরকারি টেলিভিশনে চলতে থাকে সরাসরি সম্প্রপচার। সেই সাথে সারাদেশে ক্ষণগণনা চলতে থাকে।
অন্যদিকে জামাত-শিবির দেশের বিভিন্ন স্থানে শুরু করে নাশকতা। ভাংচুর করে যানবাহন। আগুন ধরিয়ে দেয় বাসাবাড়িতে। ব্যাপকহারে ককটেল বিস্ফোরণও ঘটাতে থাকে।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির কয়েকটি ককটেল ফাটায়।
এদিকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব ও বিজিবি। তা স্বত্ত্বেও সন্ধ্যার পর মানুষজন জামাত-শিবিরের নাশকতার আশংকায় বাড়িঘরে চলে যায়।
No comments:
Post a Comment