শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত-তার নির্দেশ অনুযায়ী সকলকে কাজ করতে হবে : শফিক
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দল পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। আসন্ন নির্বাচনে তার নির্দেশ অনুসারেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার ১৪ আগস্ট সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সহ সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন খান শিশু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন কামরান ও উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুলক ভট্টাচার্য্য, যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ও ছাত্রলীগের সভাপতি কামাল আহমদ।
No comments:
Post a Comment