সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সিলেট জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ ডিসেম্বর বাদ জুম্মা মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই গায়েবানা জানাজা সম্পন্ন হয়।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইমামতিতে এতে বিএনপি ও ১৮ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
গয়েবানা জানাজার আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও দলের মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আব্দুল কাদের মোল্লাকে প্রহসনের বিচারে হত্যা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, মহানগর বিএনপির সভাপতি এম. এ হক, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন, ইসলামী ছাত্র শিবিরের মহানগর সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, শাবিপ্রবি শাখার সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment