আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে, এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ৫টি মোটর সাইকেল আরোহী একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালায় জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সাগর দীঘির পাড়স্থ বাসায়। হামলাকারী যুবকরা জহির চৌধুরী সুফিয়ানের মূল বসতঘর ও পাশের একটি টিনশেড ঘরের বারান্দায় দুটি ককটেল বোমা ছুড়ে। এতে মূল ঘরের পুরো বারান্দা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ও বারান্দায় রাখা দুটি বেতের চেয়ারে আগুন লেগে যায়। অন্য ঘরটিতে রাখা দুটি সোফায়ও আগুন লাগে।
জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান জানান, আমি এ সময় বারান্দা সংলগ্ন ড্রয়িং রুমে বসেছিলাম। বিকট শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে আসি। দেখতে পাই বারান্দায় আগুন জ্বলছে। শব্দ শুনে আমার বাসার কাজের লোকজন বেরিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।
জহির চৌধুরী সুফিয়ান আরো জানান, হামলাকারীরা ৫টি মোটর সাইকেল করে এসেছিল। এরা ছিল হেলমেট পরা ও আগ্নেয়াস্ত্র-ধারী। বোমা বিস্ফোরণের শব্দে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে এদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা সাগরদীঘিরপাড়ে জহির চৌধুরী সুফিয়ানের বাসায় যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এজাজ আহমদ, সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেটে আ’লীগ সভাপতির বাসায় ককটেল বোমা নিক্ষেপ
Monday, December 9, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment