আমাদের সিলেট ডটকম:
কানাইঘাটে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। নিহতের নাম নজরুল ইসলাম (৩৬) ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট সুরমা ব্রীজ সংলগ্ন নয়াতালুক গ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে।
স্থানীয় একাধিক সূত্রের সাথে আলাপ করে জানা গেছে, নজরুল ইসলাম রাত ৯টায় কানাইঘাট বাজারে ‘জামায়াত-শিবিরের নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে কানাইঘাট সুরমা ব্রীজ সংলগ্ন এলাকায় কয়েকজন মুখোশধারী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে ব্রীজ সংলগ্ন নয়াতালুক গ্রাম এলাকায় নিয়ে যায়। বিষয়টি প্রত্যক্ষ করে জনৈক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, নজরুলের বাড়ি স্থানীয় দলইমাটি গ্রামে। তিনি কানাইঘাট পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমানের চাচাতো ভাই।
সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, সেখানে একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি।
No comments:
Post a Comment