শীর্ষ নিউজ,ঢাকা : আজ বৃহস্পতিবার রাত বারোটার আগেই আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে। সাধারণত রাত বারোটা এক মিনিটে ফাঁসি দেওয়ার নিয়ম রয়েছে। তবে যেহেতু রাত বারোটা এক মিনিটে শুক্রবার শুরু হয়। সেহেতু শুক্রবার শুরুর আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ফাঁসি কার্যকর করতে চূড়ান্ত নির্দেশ না দিলেও কারা কর্তৃপক্ষকে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে ফাঁসি কার্যকর করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ কৌশল নেওয়া হয়েছে। এদিকে রাত ৮টা ৫৬ মিনিটে ডিআইজি প্রিজন গোলাম হায়দার সিনিয়র জেল সুপার ফরমান এবং জেলার মাহবুব হাসান কারাভ্যন্তরে প্রবেশ করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment