শফিকুর রহমান চৌধুরীকে প্রার্থী রাখার দাবি ॥ বিশ্বনাথে ইয়াহইয়াকে অবাঞ্চিত ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটে-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীকে বাদ দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরীকে ছাড় দেওয়ায় বালাগঞ্জ-বিশ্বনাথের আওয়ামী পরিবারের সদস্যরা ফোঁসে উঠেছেন।
শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বহালের দাবিতে দুদিন ধরে উত্তপ্ত বিশ্বনাথ উপজেলার রাজপথ। শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে।
প্রায় একঘণ্টা সড়ক অবরোধ শেষে উপজেলা সদরের বাসিয়া সেতুর সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে আসে।
পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ইয়াহইয়া চৌধুরী গত উপজেলা নির্বাচনে মাত্র ৪ হাজার ভোট পেয়েছিলেন। তাই জাতীয় সংসদ নির্বাচনে তাকে দিয়ে এ আসন ধরে রাখা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাই এখন থেকে ইয়াহইয়া চৌধুরীকে বিশ্বনাথে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরশ আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেন।
No comments:
Post a Comment