শীর্ষ নিউজ,ঢাকা : আজ রাতেই জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর হতে পারে বলে একটি গুজব ছড়িয়েছে। ঢাকাসহ সারাদেশেই এ নিয়ে চলছে গুঞ্জন। সবার আগে এ সংবাদ প্রচারের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা ঢাকা কেন্ত্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন। যদিও বিষয়টি নিয়ে কিছুই বলা হচ্ছে না কারা কর্র্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে ফাঁসি কার্যকরের প্রস্তুতিও নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। তবে একজন কারা কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তাড়াহুড়া করা হবে না।
সোমবার সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় যেকোনো দিনই করা সম্ভব। তিনি মনে করেন এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।’ রাষ্টের প্রধান আইন কর্মকর্তার এ বক্তব্যের পর ফাঁসির রায় কার্যকরের গুজবটি আরো বেশি ছড়িয়ে পড়ে জনমনে।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কাদের মোল্লার দ-াদেশ কার্যকর করার ক্ষেত্রে রিভিউ চলবে না এবং জেল কোডের কোনো বিধান এখানে প্রয়োগ হবে না।
এ বক্তব্যের অর্থ হচ্ছে সাধারন ফাঁসির আসামির ক্ষেত্রে পরিবারকে জানানো, শেষ ইচ্ছা পূরণের চেষ্টা এসব কিছুই মানা হবেনা কাদের মোল্লার ক্ষেত্রে। এ জন্য আজ রাতে ফাঁসির রায় কার্যকর হচ্ছে বলে গুজবটি বেশি ছড়িয়েছে।
No comments:
Post a Comment