সুনামগঞ্জে প্রতীক পেলেন ৬ প্রার্থী

Saturday, December 14, 2013

আমাদের সিলেট ডটকম:

দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে ৬ প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। গতকাল শনিবার সুনামগঞ্জ-রিটানিং অফিসারের কার্যলায় থেকে প্রাথীরা নির্বাচনের প্রতীক বরাদ্ধ নিয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদস সদস্য মোয়াজ্জেম হোসেন রতন পেয়েছেন নৌকা প্রতীক। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল হক পেয়েছেন ফুটবল প্রতীক।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দৰিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদস সদস্য এমএ মান্নান পেয়েছেন নৌকা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন পেয়েছেন ফুটবল প্রতীক।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বজার) আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহিবুর রহমান মানিক পেয়েছেন নৌকা প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্র্থী মোহাম্মদ আশরাফ হোসেন পেয়েছেন টেলিভিশন।

অপরদিকে সুনামগঞ্জ-২(দিরাই-শালৱা) আসনে বিনাপ্রতিদ্বন্দিাতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এবং সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাপা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License