বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিরাই শাল্লার সাবেক এমপি নাছির চৌধুরী বলেছেন সরকার গণতন্ত্রকে নস্যাৎ করে এক দলীয় বাকশাল কায়েম করতে চায়। নির্বাচন নিয়ে একটি শিশু খেলা শুরু করেছে। জাতীয় পার্টিকে জোরপূর্বক নির্বাচনে নিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে গ্রেফতার করেছে।তাদের গঠন করা ট্রাইবুনাল জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবত জীবন কারাদন্ড দিয়েছিল।কিন্তু এ রায় মনমত না হওয়ায় গায়ের জোড়ে আইন পরিবর্তন করে আবার ফাঁসির আদেশ দেয় । বিশ্ব মানভাধিকার সংস’াসহ সকল মহলের বিরোধিতা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসায় সরকার আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। যথ তাড়াতাড়ি এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে । অন্যতায় বিরোধী দলের আরো অনেক নেতাকেই ফাঁসি দিয়ে হত্যা করতে সরকার অপতৎপরতা চালাচ্ছে।
শনিবার দুপুর ১২ টায় দিরাই-শাল্লায় সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করার লক্ষ্যে বিএনপি-জামায়াতের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দিরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামর্বজ্জামান এর পরিচালনায় উক্ত যৌথ সভায় আরও বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছত্তার, দিরাই উপজেলা জামায়াতের আমির মাওঃ নজর্বল ইসলাম, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুর্বল আলম সিদ্দিকী, শাল্লা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দিরাই জামায়াতের সেক্রেটারী কামাল হোসেন, শাল্লা জামায়াতের সেক্রেটারী হোসাইন আহমদ, দিরাই জামায়াতের প্রচার সম্পাদক ইমরান হোসাইন, জামায়াত নেতা মাওঃ লুৎফুর রহমান, সিরাজুল ইসলাম, সোহেল আহমদ, কামর্বল ইসলাম, দিরাই উপজেলা ছাত্রশিবির সভাপতি আবুল হোসাইন, শাল্লা উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ। যৌথ সভা শেষে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সহ শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
রাজনৈতিক প্রতিহিংসায় সরকার কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে – নাছির উদ্দিন চৌধুরী
Saturday, December 14, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment