আমাদের সিলেট ডটকম:
সিলেটে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় ৮/১০টি মোটর সাইকেল নিয়ে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। মিছিলকারীরা সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ সময় শিবগঞ্জ বাজার সংলগ্ন শাহজালাল উপশহর রাস্তার মুখে একটি অটোটেম্পো নিয়ে দায়িত্বরত ছিল পুলিশের একটি টহল দল। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বাজারের দিকে অগ্রসর হলে আকস্মিকভাবে অটোটেম্পোটিতে আক্রমণ চালায় এক দল যুবক। কেউ কোন কিছু বুঝে উঠার আগেই তারা টেম্পোটিতে আগুন লাগিয়ে দিয়ে সরে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে টেম্পোতে থাকা পুলিশের কয়েকটি হেলমেট ও জ্যাকেট পুড়ে যায়।
এছাড়া, দুপুর ১টার দিকে ফাজিলচিশত এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বাসার গলির মুখে পর পর দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ৭/৮টি মোটর সাইকেল আরোহীরা ককটেল বিস্ফোরণ ঘটালে পথচারী ও জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। মিসবাহ সিরাজের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বেরিয়ে আসার আগেই মোটর সাইকেল আরোহী যুবকরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সিলেটে পুলিশের গাড়ীতে আগুন, আ’লীগ নেতা মিছবাহর বাসার সামনে ককটেল বিস্ফোরণ
Tuesday, December 10, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment