শীর্ষ নিউজ, ঢাকা : আজ রাতেই জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর হচ্ছে। কারা কর্র্তৃপক্ষের পক্ষ থেকে এরই মধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোটের আপিল বিভাগ রিভিউ গ্রহণযোগ্যতার আবেদন খারিজ করে দেয়ার পর আর কোন আইনী সুযোগ পাচ্ছেন না কাদের মোল্লা। এরই মধ্যে আপিল বিভাগের আদেশ কারাগারে পাঠনো হচ্ছে বলে জানা গেছে।।
কাদের মোল্লা প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
এদিকে এবিষয়ে বেলা ৩টায় সচিবারয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসেছেন আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, তার পরিবারে পক্ষ থেকে শেষ সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে।
No comments:
Post a Comment