আমাদের সিলেট ডটকম:
নির্দিষ্ট সময়ের পর নাটকীয়ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহ নেওয়াজ গাজী মিলাদ।
শুক্রবার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জের ৪টি আসনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। নির্দিষ্ট সময়ের পর রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার উপস্থিত সাংবাদিকদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি জানিয়ে কার্যালয় ত্যাগ করেন। পরে রাতে শাহ নেওয়াজ গাজী মিলাদ মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে প্রচার হয়। এ ব্যাপারে শুক্রবার রাতে রিটার্ণিং অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন বলে স্বীকার করেন। ফলে এ আসনে জাতীয় পার্টি প্রার্থী মোঃ আব্দুল মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
হবিগঞ্জ-৪ আসনে জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী শাহীন নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশ মোতাবেক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা ১০ মিনিটে তিনি প্রতিনিধির মাধ্যমে রিটার্ণিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন পাঠান। কিন’ সে আবেদন গ্রহণ করা হয়নি। পরে তিনি নিজে রিটার্ণিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করলে রিটার্ণিং অফিসার সময় শেষ বলে আবেদন গ্রহণ করেননি। এ ব্যাপারে রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার জানান, আহাদ উদ্দিন চৌধুরী শাহীন বিকেল ৫টার পরে আসায় তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি।
No comments:
Post a Comment