হরতাল-অবরোধে বেনাপোলে ট্রাকভাড়া বৃদ্ধিতে আমদানি পণ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
ইয়ানুর রহমান, শার্শা : হরতাল আর অবরোধের অজুহাতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে ট্রাক ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ আমদানিকারকরা আমদানি পণ্য খালাস নিতে পারছেন না।
ব্যবসায়ীরা জানান, হরতাল-অবরোধের আগে বেনাপোল থেকে ঢাকার ভাড়া ছিল ট্রাক প্রতি ১৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা; কিন্তু এখন ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। এই মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন কাজের অতি প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানিকারকরা এখান থেকে নিয়ে যেতে পারছেন না।
মাঝে এক-দুদিন হরতাল-অবরোধ মুক্ত থাকলেও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন না। কারণ তখন দেখা দেয় ট্রাক সংকট। পথে নাশকতার আশংকায়ও থাকে। এদিকে যথাসময়ে খালাস না হওয়ায় অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিতে আসা ট্রাক চালক শরিফুল ইসলাম জানান, হরতাল-অবরোধে ঝুঁকি নিয়ে পথে চলাচল করতে হচ্ছে বলে ভাড়া বাড়ানো হয়েছে। হরতাল-অবরোধ যেদিন থাকে না সেদিন যানজটের কারণে ঢাকা ও ঢাকার বাইরে পণ্য পৌঁছাতে প্রায় ২ দিন লেগে যায়।
No comments:
Post a Comment