সিলেটে নির্বাচন হচ্ছে ২ আসনে ॥ অন্য ৪ আসনে মুহিত নাহিদ কয়েস সেলিম একক প্রার্থী

Saturday, December 14, 2013

সিলেটে নির্বাচন হচ্ছে ২ আসনে ॥ অন্য ৪ আসনে মুহিত নাহিদ কয়েস সেলিম একক প্রার্থী


নিজস্ব প্রতিবেদক : অতঃপর দশম জাতীয় সংসদ নিয়ে জাতীয় পার্টির সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। সিলেটে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আরো দুজন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থীও। ফলে সিলেট-১, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে আওয়ামী লীগের এবং সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী নেই। তাই এই ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

অনেক নাটকীয়তার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী উছমান আলী ও সিলেট-৬ আসনে একই দলের প্রার্থী সেলিম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অন্যদিকে সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে একই দলের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এই ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও সিলেট-৬ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একক প্রার্থী হয়ে গেলেন।

এ দিকে সিলেট-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মনোনয়নপত্র বাছাইয়ের পরই একক প্রার্থী থেকে যান।

এ অবস্থায় শুধু সিলেট-২ ও সিলেট-৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License