স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করলো
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধীর সাজা কার্যকর করার মধ্য দিয়ে নতুন এক বিজয়ের গর্ব বুকে ধারণ করে বাঙালি জাতি এবার তার শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করলো।
একাত্তের স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গকারী সেরা সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্যে স্মৃতিসৌধে ঢল নেমেছিল সর্বস্তরের অগণিত নারী-পুরুষ-শিশুর। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল বেলা শ্রদ্ধাঞ্জলি নিয়ে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শিশু সংগঠনের নেতাকর্মীরা। আসেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আজিজ, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ। প্রায় দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবদেন কর্মসূচি চলে।
যেসব সংগঠন শ্রদ্ধা নিবেদন করে : আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউস্টি পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বাসদ কনভেশনশন প্রস্তুতি কমিটি, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রাপলিটন ইউনিভার্সিটি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যুবলীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, সম্মিলিত নাট্য পরিষদ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ রুখে দাঁড়াও, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর, জাতীয়তাবাদী মহিলা দল, জাসাস, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ, সুরমা বয়েজ ক্লাব ও সিলেট কল্যাণ সংস্থা।
এছাড়া শহীদ ডা. শামসুদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
No comments:
Post a Comment