সিলেটেও জাপা তালগোল পাকিয়ে বসেছে ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মুহিত
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও জাতীয় পার্টি তালগোল পাকিয়ে বসেছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশদের নির্দেশ মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মাত্র দুজন। এর মধ্যে একজন আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী সিলেট জেলা জাপা সভাপতি সেলিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা ইয়াহইয়া চৌধুরীর জন্যে আওয়ামী লীগ সিলেট-৫ ও সিলেট-২ আসন ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে সিলেট-৩ ও সিলেট-৬ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের কথা; কিন্তু বাস্তবে শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে এই ৪টি আসন থেকে আওয়ামী লীগ ও জাপা প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমঝোতা অনুযায়ী সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে একই দলের প্রার্থী মাসুক উদ্দিনের এবং সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী উছমান আলী ও সিলেট-৬ আসনে একই দলের প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়নপত্র পত্যাহারের কথা ছিল।
জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-৫ ও সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন শেষ মুহূর্ত পর্যন্ত তার সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অপেক্ষমান ছিলেন আওয়ামী লীগ প্রার্থী মাসুক উদ্দিন আহমদের মনোনয়নপত্র প্রত্যাহারের আশায়; কিন্তু তা না হওয়ায় এই দুটি আসনেই সেলিম উদ্দিন প্রার্থী থেকে যান।
অন্যদিকে জাতীয় পর্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশ মেনে সিলেট-৩ আসনে দলীয় বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার হক ইম্মানুল হামিদ ও সিলেট-৫ আসনে মনোনীত প্রার্থী সাব্বির আহমদ মনোনয়নপত্র যথারীতি প্রত্যাহার করে নিয়েছেন।
No comments:
Post a Comment