জামানের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার ১৩ ডিসেম্বর সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল জেলা ও মহানগর শাখা এর অয়োজন করে। বিক্ষোভ মিছিলটি বন্দর বাজার সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার বলেন, অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে সরকার সিলেটে গড়ে উঠা চলমান গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে চায়। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর ও যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, মোজাহিদ আলী, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সারোয়ার আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সহ সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।
No comments:
Post a Comment