শীর্ষ নিউজ,ঢাকা : কাদের মোল্লার ফাঁসি কার্যকরের জন্য সব প্রস্তুতি শেষ করেছে কারা কর্তৃপক্ষ। কোনো ফাঁসির রায় কার্যকরের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার যেমন- বিদ্যুৎ সংযোগ, সামিয়ানা, মঞ্চ তৈরি সবই হয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যা ৫টার দিকে পিডব্লিউডির পাঁচজন কর্মী বিদ্যুৎ সংযোগের কাজের জন্য কারা অভ্যন্তরে ঢোকেন। এ সময় তাদের সঙ্গে উঁচু মই ছিল। কাজ শেষ করে তারা রাত ৮টা ৩৪ মিনিটের দিকে বের হয়ে আসেন। তাদের কাজের তদারকির জন্য একজন ডেপুটি জেলার এ সময় উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে কারা ফটকের সামনে অবস্থান নিয়েছে পুলিশের একটি ও র্যাবের ২টি ভ্যান।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির মঞ্চ প্রস্তুতির পর এ নিরাপত্তা আরো জোরদার চলছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিডব্লিইডির এক কর্মী জানান, ফাঁসির মঞ্চে ৪টি ৪শ’ পাওয়ারের বাল্ব ও কয়েকটি সাধারণ বাল্বের সংযোগ দেওয়া হয়েছে।
তবে সিনিয়র জেল সুপার বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেছেন, আপনারা যে জন্য অপেক্ষা করছেন তা হবে না। এ কথা বলেই তিনি অন্য কোনো প্রশ্নের জবাব না দিয়েই চলে যান।
No comments:
Post a Comment