গোলাপগঞ্জের বাঘায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ : আহত ১০

Sunday, December 8, 2013

গোলাপগঞ্জে বাঘায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


রোববার রুস্তমপুর ও মজিদপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে উভয় গ্রামের খেলোয়াড়দের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সমেয় কথা কাটাকাটির জের ধরে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রাম দু’টির লোকজন বিরোধে জড়িয়ে পড়লে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে দু’গ্রামের কমপক্ষে ১০ জন লোক আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থায় গুরুতর বলে জানা গেছে।


সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জমসেদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উভয় গ্রামের লোকজন সালিশ বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License