দিনাজপুরে অবরোধকারী-পুলিশ সংষর্ষে আহত ২০ ॥ ট্রেন ভাংচুর ॥ বিজিবি মোতায়ানে
তনুজা শারমিন তনু, দিনাজপুর : ট্রেন আটককে কেন্দ্র করে দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড রেল ঘুমটি মোড়ে ১৮ দলের অবরোধকারীদের সাথে পুলিশের সংষর্ষ হয়েছে। এতে অন্ততঃ ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে।
দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পৌণে ৩ পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় অবরোধকারীরা সাংবাদিকসহ আরো ২ জনের ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বিকেল ৩টায় এ খবর পাঠানো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে আটক করে।
পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি শহরের নিমনগর বাসস্ট্যান্ড রেল ঘুমটি মোড়ে রেললাইনে বসে আটক করে অবরোধকারীরা। অবরোধকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ট্রেন ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এর জের ধরে সংঘর্ষ বেঁধে যায়। সংঘষ নিমনগর বাসস্ট্যান্ড থেকে ডায়াবেটিক মোড়, পলিটেকনিক কলেজ মোড় ও চক্ষু হাসপাতাল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment