সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় মনোযোগ দিন : আওয়ামী লীগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের জেলা ও মহানগর নেতৃবৃন্দ সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলমান আলোচনায় মনোযোগ দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার ১১ ডিসেম্বর দুপুরে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামাতের পুড়িয়ে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, গাড়িতে অগ্নিসংযোগ এবং সাংবাদিক, সাধারণ মানুষ ও পুলিশের উপর নগ্ন হামলাসহ দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
মহানগরীর সুরমা পয়েন্টে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বক্তারা বলেন, সরকার যখন বিএনপির সাথে সংলাপরত ঠিক তখনই সিলেটে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট জঙ্গী সংগঠন জামায়াতে ইসলামীর মাধ্যমে হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে।
তারা বলেন, বিজয়ের মাসে দেশের সর্বত্র নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি-জামাত লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করছে।
No comments:
Post a Comment