জামায়াতের সঙ্গে তারানকো বৈঠক – তারানকোকে উদ্বেগের কথা জানিয়েছি: রাজ্জাক

Sunday, December 8, 2013

নতুন বার্তা,ঢাকা: দেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে জামায়াতে ইসলামী তাদের উদ্বেগের কথা জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে জানিয়েছে।


সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে তারানকো’র সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা জানান।


আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সফররত এই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। অপর দুই সদস্য হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।


ব্যারিস্টার রাজ্জাক বলেন, “সফররত জাতিসংঙ্গের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। তাদের সঙ্গে আমাদের আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু ও লেভেল প্লেইং ফিল্ড হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন, অব্যাহত সহিংসতা কমিয়ে আনতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে।”


তিনি বলেন, “জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে কথা হয়েছে। তাদেরকে আমরা বলেছি, এই সমস্যারও সমাধান করা সম্ভব। এর আগে সব নির্বাচনে জামায়ায়াতে ইসলামী অংশ নিয়েছে। সংসদেও প্রতিনিধিত্ব করেছে। সুতরাং জামায়াত নির্বাচনের জন্য একটি ফ্যাক্টর। এদেশে একটি উৎসবমুখর নির্বাচন সম্ভব।”


ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “কাদের মোল্লার বিচারের বিষয়ে জাতিসংঘের এই প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশঙ্কা করেছি, সরকার হয়ত প্রসেস না মেনে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে পারে। আমরা এই আশঙ্কার কথা তাদের জানিয়েছি।”


কাদের মোল্লার বিচার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “এই বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছেন। সবাই এর বিচার চায়, কিন্তু এই বিচারের মান অনেক নিচু। এটি দেশীয় মানের বিচার প্রক্রিয়া। এব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভার নেভি পিল্লাই এই বিচার নিয়ে বক্তব্য দিয়েছেন, সে বিষয়েও জাতিসংঘ দূতকে জানানো হয়েছে।”


রাজ্জাক জানান, সফররত এই প্রতিনিধি দল সমঝোতার বিষয়ে আশাবাদী বয়েছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ একটি নির্বাচন চায়। অতএব রাজনৈতিক দলগুলো সে দিকগুলো খেয়াল করে সমঝোতায় আসবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License