জয়পুরহাটে হরতাল চলাকালে সিইসির কুশপুত্তলিকা দাহ ॥ সংঘর্ষ ॥ টিয়ারসেল নিক্ষেপ
এস এস মিঠু জয়পুরহাট : জয়পুরহাটের ৩টি উপজেলায় সিইসির কুশপুত্তলিকা দাহ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, দুগ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।
ভোটার তালিকায় তারেক জিয়ার নাম অন্তর্ভুক্তির দাবিতে সকালে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় এ হরতাল ডাকা হয়েছিল।
হরতাল চলাকালে ক্ষেতলালে সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে সিইসির কুশপুত্তলিকা দাহ করা হয়।
অন্যদিকে একই দাবিতে দুপুরে আক্কেলপুরে হরতাল চলাকালে সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বাধীন বিএনপি নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় জাসাস নেতা সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বাধীন বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও টিআর শেল ছুঁড়ে।
এ ঘটনায় আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী বাদশাসহ বিএনপির উভয় গ্রুপের অন্তত: ৯ জন আহত হয়।
No comments:
Post a Comment