আমাদের সিলেট ডটকম:
ছাতকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। আজ বিকেলে ছাতক উপজেলা সদরে সংঘটিত সংঘর্ষে আহত হয়েছিলেন এই ছাত্রলীগ কর্মী।
মৃত্যুবরণকারী ছাত্রলীগ কর্মীর নাম মাসুদুল ইসলাম মাসুদ। তিনি ছাতকের কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের বাসিন্দা ও ছাতক ডিগ্রী কলেজের ছাত্র।
১৮ দলের অবরোধ চলাকালে রোববার বেলা ২টার দিকে ছাতকের বাগবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছাত্রদলের কয়েকজন কর্মী বাগবাড়ি এলাকায় তাহির প্লাজার সামনে হরতালের সমর্থনে পিকেটিং করছিল। এ সময় ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরীর ভাই শাহীন আহমদ চৌধুরী রিক্সা-যোগে ঐ এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ছাত্রদল কর্মীরা শাহীন আহমদ চৌধুরীকে রিক্সা থেকে নামিয়ে দেয়। এ নিয়ে শাহীন চৌধুরীর সাথে ছাত্রদল কর্মীদের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে সাবেক ছাত্রলীগ নোত শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ঐ এলাকায় হরতাল বিরোধী মিছিল বের করে। এক পর্যায়ে অবরোধকারীদের ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগ কর্মীরা স্থানীয় বিএনপি অফিসে ভাংচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এ সময় গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেলসহ ছাত্রদলের অন্তত: ৩০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। পরে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা সংঘবদ্ধ হয়ে একে অন্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ একে অন্যকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাটকেল ছুড়তে থাকে। এতে উভয় পক্ষে আরো অন্তত: ৩০ জন আহত হন।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্তদের ছত্রভঙ্গ করতে অন্তত: ৩০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে।
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েক জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ছাত্রলীগ কর্মী মাসুদুল ইসলাম সন্ধ্যায় মারা যান। বর্তমানে তার মৃতদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছাতকে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
Sunday, December 8, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment