জামাত-শিবির সম্ভাবনাময় নতুন প্রজন্মকে নাশকতার মতো ঘৃণ্যকাজে ব্যবহার করছে
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র দেশের সম্ভাবনাময় নতুন প্রজন্মকে ইতিহাস বিকৃতিসহ নানা কৌশলে বিভ্রান্ত করে নাশকতার মতো ঘৃণ্যকাজে ব্যবহার করছে। এই বিভ্রান্তি দূর করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা জেবুন্নেছা হক বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবার পর জামাত-শিবির একাত্তরের মতোই নৃশংসতা শুরু করেছে। এই অপকর্মের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাঙালি জাতির প্রতিটি প্রয়োজনে বুদ্ধিজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান সংকটময় মুহূর্তেও তাদেরকে সঠিক পথ নির্দেশ দিতে হবে।
সৈয়দা জেবুন্নেছা হক জামায়াতে ইসলামীর ঘৃণ্য রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মাটি ও মানুষের সাথে একাত্ম হতে ছাত্র শিবির কর্মীদের প্রতি আহ্বান।
আলোচনা সভায় বিশেষ অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, স্বাধীনতাবিরোধী চক্রকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে আরো বিকশিত করতে হবে।
No comments:
Post a Comment