জয়পুরহাটে বেইলি ব্রিজের পাটাতন তুলে ফেলেছে দুর্বৃত্তরা ॥ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ
জয়পুরহাট প্রতিনিধি : যুদ্ধাপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে রবিবার ১৫ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে জয়পুরহাটে একটি বেইলি ব্রিজের পাটাতন দুর্বৃত্তরা তুলে ফেলেছে।
শনিবার জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বটতলী-পাকারমাথা বাইপাস সড়কের চক দাদরা নামক স্থানের বেইলি ব্রিজের পাটাতনটি দুর্বৃত্তরা তুলে ফেলে।
সকালে একটি খালি ট্রাক ওই বেইলি ব্রিজটি পার হওয়ার সময় দুর্ঘটনা কবলিত হলে বিষয়টি জানাজানি হয়।
এর পরপর ওই সড়ক দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মুরগি, ডিম ও বিভিন্ন জাতের শাক-সবজিসহ কৃষি পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
No comments:
Post a Comment