সিলেটে জামায়াতে ইসলামীর ডাকে ঢিলেঢালা হরতাল পালিত ॥ পালিত হয়েছে অবরোধও
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সন্ত্রাস ও নাশকতার মধ্য দিয়ে সোমবার ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পাশাপাশি পালিত হয়েছে ১৮ দলের অবরোধ কর্মসূচি। তবে সিলেটে বড় কোন অঘটন ঘটেনি।
সিলেটে হরতাল ছিল ঢিলেঢালা। দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল; কিন্তু রিক্সা, ইজিবাইক ও অটোরিক্সা চলেছে অন্য যেকোন হরতালের চেয়ে বেশি। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।
সিলেট মহানগরীর পাঠানটুলা, মদিনা মার্কেট ও শাহী ঈদগাসহ বেশ কয়েকটি এলাকায় জামাত-শিবির ঝটিকা মিছিল করে। ভাংচুর করে যানবাহন। এসময় পুলিশ ২৬ জনকে আটক করে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৫৪ রাউন্ড শর্টগানের গুলি, ৪ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১ টি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।
অন্যদিকে ১৮ দলের ডাকা টানা অবরোধের ৩য় দিন মহানগরীর সুবহানিঘাটে সড়ক অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ১৮ দলের আহ্বায়ক মহানগর বিএনপির সভাপতি এম. এ হক।
বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির জেলা সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আজমল বক্ত সাদেক, ওমর আশরাফ ইমন, মাহবুব কাদির শাহী, ফয়সল আহমদ চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment