আমাদের সিলেট ডটকম :
রাজনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার ভোর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভারী অস্ত্র দিয়ে অফিসের শাটার ভাঙ্গার চেষ্টা করে। শাটারে আঘাতের শব্দ শুনে স্থানীয় ব্যবসায়ী ও বাজারের পাহারাদার এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রনে আনে।
এর পাল্টা হিসেবে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সামছুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছু মুখোশধারী দুর্বৃত্ত পেট্রোল দিয়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগায় এবং সাটারে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে কিছু ব্যবসায়ী ও বাজার পাহারাদার শাটারের শব্দ শুনে দৌড়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এদিকে রাজনগর উপজেলা যুবলীগ সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্তের প্রাইভেট গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। সকাল ১০ টার সময় দগ্ধ আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই ও অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম ।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই জানান, জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়ে নাশকতা চালাবার চেষ্টা করছে। শুক্রবার বিকাল ৩ টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুর রাইয়ান শাহীন আওয়ামীলীগের এ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগের সাথে জামায়াত কেউ মোটেও জড়িত নয়। জামায়াতের বিরুদ্ধে এটি নিছক অপ-প্রচার ছাড়া অন্য কিছু নয়।
এদিকে সন্ধ্যায় জামায়াতের সদস্যদের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, কে বা কারা শুক্রবার ভোর রাতে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে আগুন দেয় তা স্পষ্ট বলা যাচ্ছেনা। এ ব্যাপারে কোন মামলাও হয়নি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে কারা এর সাথে জড়িত। তবে জামায়াতের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন তিনি।
রাজনগরে আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট
Friday, December 13, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment