এরশাদের নির্দেশ অমান্যকারীরা জাপার দুশমন ॥ সেলিম-ইয়াহইয়াকে অবাঞ্চিত ঘোষণা

Saturday, December 14, 2013

এরশাদের নির্দেশ অমান্যকারীরা জাপার দুশমন ॥ সেলিম-ইয়াহইয়াকে অবাঞ্চিত ঘোষণা


বিশেষ প্রতিবেদক : জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লা সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ইমেজ সঙ্কট ও জনবিচ্ছিন্ন করার উদ্দেশ্যে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এইচ. এম এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি অভিযোগ করেছেন, সর্বদলীয় সরকারে না থাকার ঘোষণা দেয়ায় ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ প্রদান করায় সরকার তাকে গ্রেফতার করেছে।

হুসেইন মুহম্মদ এরশাদ সম্পূর্ণরূপে সুস্থ আছেন বলে আব্দুল্লা সিদ্দিকী দাবি করেন।

জাপা চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে তিনি রবিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন।

তিনি আরো বলেন, যারা দলীয় চেয়ারম্যান নির্দেশ অমান্য করে প্রার্থীতা প্রত্যাহার করেননি তারা জাতীয় পার্টির দুশমন।

এসব দুশমনকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের প্রতি তিনি আহবান জানান।

সভা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-৫ আসনের একমাত্র প্রার্থী সেলিম উদ্দিন ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিলেট-২ আসনের প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে দলে অবাঞ্চিত করা হয়।

সিলেট জেলা জাপার সহ সভাপতি আবদুশ শহীদ লস্কর বশীরের সভাপতিত্বে ও সহ সভাপতি ইশরাকুল হোসেন শামীমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ। আরো বক্তব্য রাখেন, জেলা জাপার সহ সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান চৌধুরী, সাবেক সহ সভাপতি আবদুল মালেক খান, মহানগর কো-আহবায়ক অ্যাডভোকেট কাজি আশরাফ উদ্দিন, সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, জেলা জাপার সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহীন, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, লন্ডন জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হক ইম্মানুল হামিদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুব সংহতির সভাপতি আলতাবুর রহমান আলতাব, সহ সভাপতি মিজানুর রহমান মোগল প্রমুখ।

এর আগে একটি মিছিল মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License