সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. কে সিনহার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
শাহীন আহমেদ, কমলগঞ্জ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার (এস. কে) সিনহার গ্রামের বাড়িতে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করেছে।
বুধবার ১১ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। তবে বাড়ির লোকজন দেখে ফেলায় দুর্বৃত্তরা পুরোপুরি আগুন লাগাতে ব্যর্থ হয়ে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সা যোগে পালিয়ে যায়। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিচারপতির ভাই নির্মল সিনহা ও তার ভ্রাতৃবধূ লক্ষী সিনহা জানান, তারা ঘুম থেকে জেগে উঠে ডিজেল ও কেরোসিনের গন্ধ পান। একপর্যায়ে পাকা বারান্দা ও ঘরের উত্তর দিকে আগুনও দেখা যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ৩ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। অগ্নিসংযোগের সময় বিচারপতির বৃদ্ধ কাকি মানে দেবী ওই ঘরে ঘুমিয়েছিলেন। আগুনে বারান্দার ২টি প্লাস্টিকের চেয়ার ও কাঠের ৪টি জানালার কিছু অংশ পুড়ে যায়।
খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীহার রঞ্জন নাথসহ র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
No comments:
Post a Comment