কাদের মোল্লার ফাঁসি ॥ যুদ্ধাপরাধের প্রথম সাজা কার্যকর ॥ লাশ নেয়া হয়েছে ফরিদপুরে

Thursday, December 12, 2013

কাদের মোল্লার ফাঁসি ॥ যুদ্ধাপরাধের প্রথম সাজা কার্যকর ॥ লাশ নেয়া হয়েছে ফরিদপুরে


নিজস্ব প্রতিবেদক : একাত্তরে বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দিনগত রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কসাই কাদের নামে চিহ্নিত এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়।

altএই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া একজন যুদ্ধাপরাধীর সাজা কার্যকর হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলায় প্রথম মৃত্যুদণ্ড দেয় জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আজাদকে; কিন্তু ওই যুদ্ধাপরাধী পলাতক থাকার তার ফাঁসি এখন পর্যন্ত কার্যকর হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় ছিল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। তা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠে গোটা দেশ। গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। পরবর্তী সময়ে জাতীয় সংসদ আইন সংশোধন করে। এর সুবাদে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এই যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেয়।

আব্দুল কাদের মোল্লার আইনজীবীরা বিভিন্নভাবে আইনের ব্যাখ্যা দিয়ে আরো সময় চান; কিন্তু যুদ্ধাপরাধ বিচারের আইনে এসব ব্যাখ্যা কার্যকর না হওয়ায় সরকার জাতির প্রত্যাশা অনুযায়ী বিজয়ের মাসে এই রায় কার্যকর করার সিদ্ধান্ত নেয়।

রায় কার্যকর করার আগে আব্দুল কাদের মোল্লার পরিবারের সদস্যরা কারাগারে তার সাথে শেষবারের মতো দেখা করেন।

আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে কোন আবেদন করেন নি। লাশ ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License