মৌলভীবাজারের শরীফপুর সীমান্তে ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে ২ বাংলাদেশীর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দুই বাংলাদেশী ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছে।
১৩ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। নিহতরা শরিফপুর ইউনিয়নের সনজবপুরের বেরীরপার গ্রামের মাজিদ আলী ও নজর আলী। তারা মনু নদী অতিক্রম করে ভারতীয় সমরুরপার এলাকায় গেলে চোর সন্দেহে ভারতীয় গ্রামবাসী তাদেরকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় কৈলাসর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায় বলে খবর পাওয়া গেছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু দুই বাংলাদেশী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
শরীফপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মাহবুব জানান, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
১৪ বিজিবি ব্যাটেলিয়নের মেজর সাহেদ মেহের জানান, তিনি এ ধরনের একটি সংবাদ শুনেছেন। খোঁজ নিয়ে দেখছেন।
No comments:
Post a Comment