ছাতকে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ১ ॥ শোকর‌্যালি

Monday, December 9, 2013

ছাতকে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ১ ॥ শোকর‌্যালি


ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে রবিবার ৮ ডিসেম্বর আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেয়ায় ৪০ জনের নাম উল্লেখসহ বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। ওইদিন রাতেই এসআই সাইফ উল্লাহ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

altএদিকে সংঘর্ষে ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মাসুদুল ইসলাম তালুকদার নিহত হবার ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল জানিয়েছেন।

ওই সংঘর্ষের সাথে জড়িত থাকার সন্দেহে রাতেই গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিএনপি নেতা ফজলুল করিম বকুলকে শ্রীনগর গ্রামে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। ছাতক শহরে পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে সোমবার বিকেল ৩টায় নিহত ছাত্রলীগ নেতা মাসুদুল ইসলাম তালুকদার স্মরণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিরাট শোকর‌্যালি বের করা হয়।

শোকর‌্যালিটি ছাতক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগ নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী ও সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজির উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্যানেল মেয়র তাপস চৌধুরী ও যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু এতে নেতৃত্ব দেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License