মৌলভীবাজারে ১০টি গাড়ি ভাংচুর ॥ যুবলীগ নেতাকে কুপিয়ে আহত ॥ বিজিবি মোতায়ন
জালাল আহমদ, বড়লেখা : যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির খবর প্রচারের পর মঙ্গলবার ১০ ডিসেম্বর দিনগত রাত ১১টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরাবাজার এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে ১টি লাইটেস, ১টি বাস ও ২টি ট্রাক ভাংচুর করে পালিয়ে যায়।
এছাড়া জেলা শহরের প্রেসক্লাব মোড়ে বুধবার সকাল ১১টায় ১টি অটোরিক্সা ১৮ দলীয় জোটের অবরোধকারীরা ভাংচুর করে।
এছাড়া বড়লেখা উপজেলার রতুলী, কাঁঠালতলী ও দক্ষিণভাগ বাজারে ৫টি অটোরিক্সা ভাংচুর করা হয়। অবরোধকারীরা পৌর এলাকায় একটি রিক্সায়ও আগুন ধরিয়ে দেয়।
এদিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার স্থানীয় যুবলীগ নেতা বদরুল হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত ১১টায় শাহবাজপুর বিজিবি ক্যাম্পের সামনে করমপুর সড়কে একদল দুর্বৃত্তের হামলায় আহত হন। দুর্বৃত্তরা তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে এবং তার মোটর সাইকেলটি ভাংচুর করে পালিয়ে যায়।
এসব ঘটনার পর বড়লেখা উপজেলায় বুধবার সকাল ১১টা থেকে মেজর ইকবাল আক্তারের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
No comments:
Post a Comment