আমাদের সিলেট ডটকম:
সিলেটে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত মিছিল সমাবেশ করেছে বিএনপি। তবে, জোটের প্রধান শরীক জামায়াত নেতারা আজ ছিলেন না অবরোধের কোন কর্মসূচিতে। মেয়র আরিফসহ বেশ ক’জন সিনিয়র নেতাও আজকের কর্মসূচি অনুপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনের নির্দেশে জামায়াতকে সাথে না নিয়েই আজ দুপুরে নগরীর কদমতলী পয়েন্টে সমবেত হয়ে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক, বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম নাসিম হোসাইন, কয়েস লোদী, আজমল বক্ত সাদেকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় শ’ খানেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুরু করে সাড়ে ১০টার মধ্যেই মাঠ ছেড়ে যান তারা।
এদিকে, রহস্যজনক কারণে গত দুদিন ধরে কর্মসূচিতে অনুপস্থিত আছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিনিয়র নেতাদের অনেকে। এছাড়া, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম কাইয়ুম জালালী পংকীসহ বেশ ক’জন নেতা একটি পুলিশ এসল্ট মামলার আসামী হওয়ার পর থেকেই আছেন আত্মগোপনে।
এদিকে, ১৮ দলের শরীক জামায়াত নেতারাও গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ছিলেন জোটের কর্মসূচিতে অনুপস্থিত।
সিলেটে বিএনপির নিয়ম রক্ষার অবরোধ, পাশে নেই জামায়াত
Tuesday, December 10, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment