জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের রায়গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ সোমবার বাড়ীর মালিক আলবাব হোসেন চৌধুরীর ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
শনিবার গভীর রাতে ডাকাতদল সশস্ত্র অবস্থায় বাড়িতে হানা দিয়ে বাইরে থেকে পাকা ঘরের গ্রিল ও দরজা-জানালা খুলে দেয়ার জন্য চিৎকার করে ডাকতে থাকে। বাড়ীর সন্ত্রস্ত লোজজন দরজা না খুললে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গ্রিল কেটে, দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একটি কক্ষে বন্দি করার চেষ্টা চালায়।
এ সময় পরিবারের সদস্য জাহেদ আহমদ জানালা টপকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মসজিদের ইমামকে খবর দেন। ইমাম মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করে গ্রামবাসীর সাহায্য চান। মাইকিং শুনে বিভিন্ন গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে চতুর্দিক থেকে বের হলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে হাওরের দিকে পালিয়ে যায়।
এ সময় সুফিয়ান আহমদ (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তিনি একই গ্রামের মৃত আব্দুর কাদিরের ছেলে। ডাকাতদের মারপিটে গৃহকর্তা আলবাব হোসেন চৌধুরীর ভগ্নিপতি আলতাফ হোসেন ও তার মা আহত হন। ডাকাতরা নগদ প্রায় লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সন্দেহজনকভাবে আটগ্রাম-জকিগঞ্জ রোড থেকে চালকসহ একটি মাইক্রোবাস আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেয়া হয়েছে।
উলেখ্য, চলতি বছর জকিগঞ্জে আরো কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment