আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর চৌহাট্টায় যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্প্লিনটার বিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে।
সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক ও যুবদল নেতা কামরুল হাসান শাহীনসহ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ বিকেল ৪টার দিকে নগরীর আম্বরখানা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলের গতিরোধ করে। পুলিশী বাধার মুখে মিছিলকারীরা পুণরায় আম্বরখানার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মিছিলকারীদের পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে পথচারীসহ বেশ কয়েক জন আহত হন। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ ২ রাউন্ড টিয়ার শেল ছুড়ে ও ৫ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ যুবদল কর্মী শুভ আহমদ, সুমন আহমদ ও মনির চৌধুরীসহ ৮ জনকে আটক করে।
যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক জানান, পুলিশের গুলিতে আহত হয়েছেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, যুবদল কর্মী লাহিন আহমদ, হারুনুর রশিদ, জুম্মান আহমদ, তাজুল ইসলাম, আলী আহমদ, সাহির মিয়া প্রমুখ।
সিলেটে যুবদলের মিছিলে পুলিশের গুলি-টিয়ারশেল : আহত ১০ : গ্রেফতার ৮
Sunday, December 8, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment