সিলেটে পুলিশ-শিবির ও পুলিশ-১৮ দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ॥ এক পুলিশ সদস্যসহ আহত ১০ : আটক ২৫ : পুলিশ বহনকারি ২টি গাড়ীতে আগুন

Wednesday, December 11, 2013

আমাদের সিলেট ডটকম :

সিলেট শহরতলীর টুকের বাজারে ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত: ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে পথচারী ও নৌকার মাঝিসহ কমপক্ষে ২৫ ব্যক্তিকে।

এছাড়া, নগরীর আম্বরখানা এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ২ টি গাড়ী পুড়িয়ে দিয়েছে জামায়াত শিবির কর্মীরা।

আজ বেলা ১১টার দিকে শহরতলীর টুকের বাজারে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করে জামায়াত শিবির কর্মীরা। তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিৰোভ করতে থাকে। এ সময় মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেয় বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে শাহপরান থানার পুলিশ এসে বিৰোভকারীদের ধাওয়া করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুর্হূমুহূ গুলি বর্ষণ শুরু করে। অন্যদিকে, জামায়াত শিবির ও বিএনপি কর্মীরা পুলিশের সামনে ও পেছন দিকে অবস্থান নিয়ে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় নিজের শটগানের গুলি পায়ে বিদ্ধ হয়ে আহত হন নোমান নামের এক পুলিশ কনস্টেবল। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সহায়তায় বিজিবি ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘন্টা সংঘর্ষ চলাকালে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেলের গুলি ও ৩০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিজিবি ঘটনাস্থলে অবস্থান নিলে পিছু হটে জামায়াত শিবির ও বিএনপি কর্মীরা। পরে সংঘর্ষ স’লের আশপাশের এলাকা থেকে পথচারী, ব্যবসায়ী ও নৌকার মাঝিসহ কমপৰে ২৫ জনকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রৰাকারী বাহিনী।

এদিকে, সকালে নগরীর আম্বরখানা দর্শণ দেউড়ি এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনা হিউম্যান হলার ও একটি সিএনজি অটোরিক্সা পুড়িয়ে দেয় হরতাল-কারীরা।

সকাল ৮টার দিকে আম্বরখানা দর্শন দেউড়ি সংলগ্ন রাজারগলি এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবির কর্মীরা। তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেণেড ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় আম্বরখানা পয়েন্ট এলাকায় একটি লেগুনা হিউম্যান হলার পুড়িয়ে দেয় হরতাল-কারীরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License