আমাদের সিলেট ডটকম:
মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে পুলিশী তল্লাশী ও মালামাল জব্দের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও সিলেট জেলা ও মহানগরীতে হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
এদিকে, আজকের হরতাল চলাকালে নগরীর মদীনা মার্কেটে একটি ব্যাংক লক্ষ করে ইট পাটকেল নিৰেপ নিক্ষেপ করেছে পিকেটাররা।
জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ১০/১২টি মোটর সাইকেল আরোহী ২০/২২ জন যুবক নগরীর মদীনা মার্কেট এলাকায় গিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরায়। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেয়। এক পর্যায়ে তারা মদীনা মার্কেট এলাকায় মাহমুদ কমপেৱক্স নামের মার্কেটের দোতলায় অবস্থিত সাউথ ইস্ট ব্যাংক লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে ব্যাংকের সামনের অংশের গ্লাস ভেঙ্গে পড়ে। এ সময় ব্যাংকের একটি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগরীতে হরতাল পালনের আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিবির নেতা মরহুম ছোহেল আহমদ চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নগরীর পায়রা আবাসিক এলাকার ছাত্রশিবিরের মালিকানাধীন মেস থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে পুলিশ। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকান্ডের উপর আঘাত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বৃহস্পতিবার সিলেট নগরী ও জেলায় সর্বাত্মক হরতাল পালনের আহবান জানানো হয়।
সিলেটে কালও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির ॥ মদীনা মার্কেটে ব্যাংক লক্ষ্য করে ইট নিক্ষেপ
Wednesday, December 11, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment