সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামীলীগ সহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা প্রতিরোধ করতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা প্রয়োজন। আওয়ামীলীগ তথা মহাজোট সরকার বিগত ৫ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যেসব কাজ বাস্তবায়ন করেছে দেশের তৃণমুল পর্যায়ের মানুষের কাছে প্রচার করতে দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ সু-সংগঠিত হতে হবে। একটি আলোকিত দেশ ও আলোকিত জাতি গঠনে সরকার আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।
রোববার সকালে জৈন্তাপুর উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান দৌলা, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়রম্যান শ্রী জয়মতি রানী, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক ও এডভোকেট মো: আলতাফ হোসেন।
কর্মী সভায় ইমরান আহমদ বলেন, আমি বিগত ৩০ বছর থেকে পিছিয়ে পড়া জৈন্তার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার জন্য প্রাণপ্রণ চেষ্ঠা করেছি। জৈন্তা কে আলোকিত ও সমৃদ্ধশালী জনপদ হিসাবে পরিণত করতে। জীবনের শেষদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। বিগত ৫বছরে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুতায়ন সহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের কথা জনগনের কাছে পৌছে দিতে তিনি দলীয় নেতৃবৃন্ধকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা নৌকার স্লোগান দেয়ার চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে তাদের কে থামিয়ে দেন এবং বলেন এটা কোন নির্বাচনী সভা নয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুলাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের উপস্থাপনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত (কালাই) চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন আব্দুল হক, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন আহমদ, আতাউর রহমান বাবুল, কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল কাদির, ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজলা ছাত্রলীগ সভাপতি কয়ছর আহমদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেত্কর্মীগণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment