আওয়ামীলীগের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ র্কোটের পিপি মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, এ দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করবেন। বিচারকার্য শুর্ব করেছেন। রায় বাস-বায়ন চলছে। স্বাধীনতা বিরোধি শক্তি জামাত শিবির সারা দেশব্যাপী তালেবান কায়দায় মানুষ পুড়িয়ে তান্ডব চালাচ্ছে। ৭১ এর মত এই অপশক্তি জামাত শিবিরকে র্বখতে হবে।
তিনি গতকাল শনিবার রাতে সিলেট নগরীর এক কমিউনিটি সেন্টারে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ও কুখ্যাত রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডাস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মারিয়ান চৌধুরী, আলী ইসমাইল, রাজিউল ইসলাম তালুকদার রাজু, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট মুক্তিযোদ্ধা বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মানিক মিয়া, এডিশনাল পিপি সামসুল ইসলাম, স্পেশাল পিপি কিশোর কুমার কর, নারী নেত্রী সামসুন্নাহার, হাসিনা মহি উদ্দিন, হাসনা হেনা চৌধুরী, আসমা বেগম, মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, এডভোকেট হুসেন আহমদ, গোলাম রাজ্জক চৌধুরী, মাসুক আহমদ প্রমুখ।
৭১ এর মত জামাত শিবিরকে রুখতে হবে -মিছবাহ সিরাজ
Saturday, December 14, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment