আমাদের সিলেট ডটকম:
জামায়াত নেতা আব্দুল কাদের মোলার ফাঁসি কার্যকর হওয়ার পর সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত শিবির কর্মীরা।
রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহরতলীর টুকের বাজারে সড়ক অবরোধ করে কয়েক শ’ জামায়াত শিবির কর্মী। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। রাত সোয়া ১১টা পর্যন্ত তারা এখানে বিক্ষোভ করে।
রাত পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে দক্ষিণ সুরমার ৫ মাইল নামক স্থানে রাস্তার উভয় পাশের গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করে জামায়াত শিবির কর্মীরা। ৫ মাইল থেকে হেতিমগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের উভয় পাশের শতাধিক গাছ কেটে ফেলে তারা। পরে, গোলাপগঞ্জ থানা ও মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে।
এদিকে, রাত সাড়ে ১১টার দিকে টুকের বাজারের অদূরে সিলেট মেট্রপলিটন পুলিশের আওতাধীন জালালাবাদ থানায় ঢুকে পড়ে ৫টি মোটর সাইকেল আরোহী ৮/১০ জন যুবক। কর্তব্যরত পুলিশ সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই তারা থানা কম্পাউন্ডে কমপক্ষে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ কনস্টেবলরা থানা কমপ্লেক্সের অভ্যন্তর থেকে ৫
রাত পৌনে ১২টার দিকে সিলেট শহরতলীতে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেল স্টেশনে হামলা চালায় প্রায় ৫০ জন অজ্ঞাত পরিচয় যুবক। তারা রেলস্টেশনের সিগনাল রুমে ঢুকে স্টেশন মাস্টারকে মারধর করে বের করে দেয়। এরপর সিগনাল রুম ও স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দক্ষিন সুরমা ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেটে রাতে থানায় ককটেল, রেলস্টেশনে আগুন, গাছ কেটে সড়ক অবরোধ
Thursday, December 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment