বিশ্বনাথে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত ছাত্রদলের দুগ্রুপে হামলা-পাল্টা হামলা গাড়ি ভাংচুর আহত ২

Wednesday, December 11, 2013

বিশ্বনাথে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত ছাত্রদলের দুগ্রুপে হামলা-পাল্টা হামলা গাড়ি ভাংচুর আহত ২


altবিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অন্তর্দ্বন্দ্বের জের ধরে উপজেলা ছাত্রদলের দুগ্রুপের মধ্যে আবারো হামলা-পাল্টা হামলায় ২ জন আহত হয়েছেন।

বুধবার ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের চান্দশীর কাপনের বদরুল-ছালেক গ্রুপ ও কালিগঞ্জের হুমায়ুন-আলম গ্রুপের মধ্যে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে সন্ধ্যায় বদরুল-ছালেক গ্রুপের নেতাকর্মীরা কালীগঞ্জের একটি অটোরিক্সা (সিলেট-থ ১১-৮৩৪২) ভাংচুর করে।

এর আগে চলতি বছরের ১২ অক্টোবর ও ২৮ অক্টোবর পরপর দুবার ছাত্রদলের ওই দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হমালার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে হুমায়ুন-আলম গ্রুপের নেতাকর্মীরা হামলা চালালে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বদরুল-ছালেক গ্রুপের ছালেক আহমদ। এর জের ধরে উপজেলার পুরান বাজারে অবস্থিত হুমায়ুন-আলম গ্রুপের (আলমের) ব্যবসায়িক প্রতিষ্ঠান রেইনবো টেইলার্সে হামলা ও ভাংচুর করে বদরুল-ছালেক গ্রুপের নেতাকর্মীরা। এসময় ধারলো অস্ত্রের আঘাতে আহত হন হুমায়ুন কবির। খবর পেয়ে ওসি রফিকুল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License