শাবিতে ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডাকা মানব বন্ধনে হামলা : মোটর সাইকেলে অগ্নি সংযোগ

Friday, December 13, 2013

আমাদের সিলেট ডটকম:


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডাকা মানব বন্ধনে হামলা চালিয়ে তা পন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষকের একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

ক্যাম্পাস সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চেতনা একাত্তর ভাস্কর্যের নাম ফলক ভাঙ্গার প্রতিবাদে আজ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামের পাশে ‘চেতনা-৭১’ ভাস্কর্যের সামনে মানব বন্ধনের ডাক দেয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ লক্ষ্যে বিকেলে সেখানে সমবেত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ১০/১২ জন যুবক লাঠি সোটা ও ধারালো অস্ত্র হাতে সেখানে উপস্থিত হয়। তারা এ সময় মানব বন্ধনের আয়োজকদের নাম ধরে খুঁজতে থাকে এবং চেতনা একাত্তরের পাশে টানানো মানব বন্ধনের ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারী যুবকদের সবার মুখে গামছা ও কাপড় বাধা ছিল। এ সময় তারা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের ধাওয়া করলে তারা দিগ্বিদিক পালিয়ে প্রাণ বাঁচান।

এরপর হামলাকারীরা চেতনা একাত্তর ভাস্কর্যের পাশে রাখা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রোক্টর ফারুক উদ্দিনের একটি পালসার মোটর সাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং একই স্থানে রাখা দুটি বাই সাইকেল ভাংচুর করে। প্রায় আধ ঘন্টা তান্ডব চালানোর পর নির্বিঘ্নে পালিয়ে যায় হামলাকারী যুবকরা।

হামলার খবর পেয়ে জালালাবাদ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমিনুল হক ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License