সিলেটে গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল : কাদের মোল্লার ফাঁসি বাঙালির কলংকমুক্তির সূচনা
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় সিলেটে গণজাগরণ মঞ্চ বিজয় মিছিল করেছে।
শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রজন্ম চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট পয়েন্ট ঘুরে এসে জিন্দাবাজার চৌমোহনায় পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু। তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাঙালির ৪২ বছেরর কলংকমুক্তির সূচনা হলো। তবে আরো অনেকদূর যেতে হবে।
তিনি অন্যসব যুদ্ধাপরাধীর সাজা দ্রুত কার্যকর করার দাবি জানান।
মুখপাত্র বলেন, যারা নিজেরা মানবাধিকার লংঘন করে তাদের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই।
বিজয় মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেটের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আব্দুস শহীদ খান, আব্দুল খালিক, মনাফ খান ও রজনীকান্ত দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চের কর্মী একুশ তপাদার, রাজীব রাসেল, ন. নাজিম, বিনয় ভদ্র, পাপলু বাঙালি, চৌধুরী নাঈম বিন আতিক প্রমুখ।
No comments:
Post a Comment