আমাদের সিলেট ডটকম:
এক তরফা নির্বাচন বাতিল ও দলীয় চেয়ারম্যান এরশাদের মুক্তির দাবীতে আগামীকাল রোববার সিলেটে সন্ধ্যা হরতাল আহবান করেছে জাতীয় পার্টির একাংশ।
চিকিৎসার নামে এরশাদকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিকেলে সিলেট নগরীতে জাতীয় পার্টি বিৰোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই হরতালের কর্মসূচির ঘোষনা করেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী।
এই সমাবেশ থেকে সিলেট-২ আসনের জাপার প্রার্থী ইয়াহিয়া চৌধুরী ও সিলেট-৫ আসনের জাপা প্রার্থী সেলিম উদ্দিন মনোনয়ন প্রত্যাহার না করায় ৰোভ প্রকাশ করে এই দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এরশাদের মুক্তির দাবীতে বিকেলে নগরীর সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বরে করে জাতীয় পার্টি। মিছিলটি জিন্দাবাজার ঘুরে পুণরায় সিটি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পাটির্র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাব্বীর আহমদ, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, জেলা মহিলাদলের সভানেত্রী নাহিদা চৌধুরী, সাধারণ সম্পাদক হেনা বেগম ও মহানগরের সভানেত্রী শিউলি আক্তার প্রমুখ।
সিলেটে কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয় পার্টি
Saturday, December 14, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment