সিলেটে চলছে ১৮ দলের অবরোধ ও ছাত্র শিবিরের হরতাল ॥ অস্ত্রসহ গ্রেফতার ১ জন

Wednesday, December 11, 2013

সিলেটে চলছে ১৮ দলের অবরোধ ও ছাত্র শিবিরের হরতাল ॥ অস্ত্রসহ গ্রেফতার ১ জন


নিজস্ব প্রতিবেদক : ১৮ দলীয় জোট আহুত দেশব্যাপী সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষদিন চলছে। একই সাথে চলছে ছাত্র শিবির আহুত সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল। সংগঠনের মহানগর কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে।

অবরোধের সমর্থনে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকালে বিএনপি জেলা ও মহানগর শাখা দক্ষিণ সুরমার কদমতলিতে মুক্তিযোদ্ধা চত্বরে মিছিল-সমাবেশ করে।

মহানগর বিএনপির সভাপতি এম. এ হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের শামীম, জেলা সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাাদক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

ছাত্র শিবির আহুত হরতালের কারণে মহানগরীতে বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে। রাজপথে ভারী যানবাহন চলাচলও নেই। তবে রিক্সা, ইজিবাইক ও অটোরিক্সা প্রায় স্বাভাবিকভাবে চলাচল করছে।

হরতাল চলাকালে সকাল ৭টার দিকে মহানগরীর মেডিক্যাল রোড এলাকায় পুলিশের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ আহত হয় কমপক্ষে ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

এদিকে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে লামা হাজরাই এলাকা থেকে একটি রাইফেল, ৫৬ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেলসহ ছাত্র শিবির ক্যাডার আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License