আমাদের সিলেট ডটকম:
আগামীকালের হরতালের সমর্থনে সিলেট নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দেশব্যাপী এই হরতাল ঘোষণা করা হয়েছে।
আজ সন্ধ্যায় নগরীতে হরতালের সমর্থনে বের করা ছাত্রশিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় শিবির সন্দেহে ২ জন পথচারীকে আটক করা হয়েছে।
আগামীকালের হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যার পর নগরীতে একাধিক গ্রুপে ভাগ হয়ে মোটর সাইকেল মহড়া দেয় ছাত্রশিবির কর্মীরা। এ সময় নগরীর রিকাবীবাজার, শাহীঈদগাহ, কাজিটুলা, নয়াসড়ক, মদিনা মার্কেট ও জিন্দাবাজার পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল দেয় মোটর সাইকেল আরোহী জামায়াত শিবির কর্মীরা।এ সময় পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা ৬টার দিকে নগরীর মদীনা মার্কেট এলাকায় মোটর সাইকেল আরোহী ছাত্রশিবির কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সন্ধ্যার পর থেকে নগরীতে বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। যে কোন ধরনের আইন শৃংখলা বিরোধী কর্মকান্ড প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আগামীকালের হরতালের সমর্থনে দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি জেল রোড পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ার্বল ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
হরতালের সমর্থনে সিলেট নগরীতে শিবিরের মিছিল : সড়ক অবরোধ
Saturday, December 14, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment