সভাপতি জয়নাল, সম্পাদক মাহবুব শাবি কর্মকর্তা সমিতির নির্বাচন সম্পন্ন

Thursday, December 26, 2013

আমাদের সিলেট ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ২০১৪ কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী-বাম সমর্থিত আনম জয়নাল অবেদীন ও সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি-জামায়াত সমর্থিত নীল দলের আহমদ মাহবুব ফেরদৌসী নির্বাচিত হয়েছেন ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. শাকের আলী এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে মোট ১৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী সমান সমান ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে সাদা দলের শাহীন আহমদ চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ১০৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য ১ হিসেবে নির্বাচিত হন নীল দলের সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

এ নিবার্চনে মোট ১১টি পদের বিপরীতে এই দুই প্যানেলের ২২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। আওয়ামী-বাম সমর্থিত জয়নাল আবেদীন- ফজলুল পরিষদ ৬টি এবং বিএনপি-জামায়াত সমর্থিত জয়নাল-মাহবুব পরিষদ থেকে ৫টি পদ থেকে পদ লাভ করে। এই নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত সাদা দল থেকে আনম জয়নাল আবেদীন ৯৪ ভোট পেয়ে সভাপতি এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল দল থেকে আহমদ মাহবুব ফেরদৌসী ৯৪ ভোট পেয়ে সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল রাত ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. শাকের আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু ইউসুফ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রাশিদুল হাসান। এতে সহ-সভাপতি এএসএম খায়রুল আক্তার চৌধুরী পেয়েছেন ৯০ ভোট, সহ- সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন পেয়েছেন ৯০ ভোট, কোষাধ্যক্ষ শাহীন আহমেদ চৌধুরী পেয়েছেন ৮৭ ভোট, কার্যকরী সদস্য-১ সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির পেয়েছেন ১০৫, ভোট,কার্যকরী সদস্য-২ মো. মুজিবুর রহমান পেয়েছেন ১০৪ ভোট, কার্যকরী সদস্য-৩ পেয়েছেন ৯৮ ভোট, মো. মুর্শেদ আহমদ কার্যকরী সদস্য-৪ পেয়েছেন ৯৩ ভোট, সৈয়দ হাবিবুর রহমান কার্যকরী সদস্য-৫ পেয়েছেন ৯০ ভোট মোহাম্মদ আব্দুর রশীদ কার্যকরী সদস্য-৬ মো. জয়নাল আবেদীন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সকাল সাড়ে দশটায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যপক ড. আমিনুল হক ভূইয়া সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়া নবনির্বাচিত কমিটির সভাপতি আনম জয়নাল আবেদীন বলেন, কর্মকতাদের স্বার্থসংরক্ষনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যানই হবে আমাদের লক্ষ্য। প্রমোশন আপ গ্রেডেশন নীতিমালা সবার জন্য সহজলভ্য করার সার্বিক চেষ্টা করব।

সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসী বলেন, সর্বস্তরের কর্মকতাদের স্বার্থসংরক্ষনের জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License